ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন ২০১৬ সালের নির্বাচনে নিজ নিজ প্রচারণা চালাতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন মার্কিন মনোনয়ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যুগের সঙ্গে তাল মেলাতে প্রচারণার স্বার্থে বিভিন্ন সোশাল প্লাটফর্র্মও ব্যবহার করছেন তারা। এ প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্স মন্তব্য করেছে, এর আগেও প্রচারণায় সোশাল প্লাটফর্ম ব্যবহার করা হয়েছে, কিন্তু এবারের মতো এত বড় পরিসরে নয়। ২০১৬ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রার্থীদের সোশাল প্লাটফর্মের ব্যবহার চোখে পড়ার মতো। এক নজরে দেখে নেওয়া যাক প্রচারণায় কোন দলের কোন প্রার্থী কীভাবে সোশাল প্লাটফর্র্মকে কাজে লাগাচ্ছেন-প্রথমেই মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইটারে যে প্রার্থীর সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছেন এবং প্রার্থী পাল্টা ফলো করছেন কিনা এবং কী পরিমাণ টুইট করছেন, সে হিসেবে একটি তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
তালিকাটিতে সবচেয়ে বেশি ফলো করা হচ্ছে এমন প্রার্থীদের নাম ক্রমানুসারে রয়েছে-
১. ডোনাল্ড ট্রাম্প ( @ৎবধষউড়হধষফঞৎঁসঢ় )
২. হিলারি ক্লিনটন ( @ঐরষষধৎুঈষরহঃড়হ )
৩. বার্নি স্যান্ডার্স ( @ইবৎহরবঝধহফবৎং )
৪. বেন কার্সন ( @জবধষইবহঈধৎংড়হ )
৫. মার্কো রুবিয়ো ( @সধৎপড়ৎঁনরড় )
পাল্টা ফলো করছেন যে প্রার্থীরা ক্রমানুসারে তাদের নামও রয়েছে।
১. টেড ক্রুজ ২. জন কাশিক ৩. মার্কো রুবিয়ো ৪. বার্নি স্যান্ডার্স ৫. হিলারি ক্লিনটন
আর টুইট এবং রিটুইট করায় এগিয়ে রয়েছেন-
১. ডোনাল্ড ট্রাম্প ২. টেড ক্রুজ ৩. মাইক ব্লুমবার্গ ৪. জন কাশিক ৫. বার্নি স্যান্ডার্স
প্রচারণার স্বার্থে সোশাল প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে শুধু টুইটার নয়, ফেইসবুকও ব্যবহার করছেন প্রার্থীরা। ‘লাইক’ অর্জনের দিক থেকে হিসেব করলে এগিয়ে রয়েছেন-
১. ডোনাল্ড ট্রাম্প (৫,৫০০,৯০৯ লাইক এবং চলছে)
২. বেন কার্সন (৫,০৫৩,০২১ লাইক এবং চলছে)
৩. বার্নি স্যান্ডার্স (২,৪৯৭,৯৪৭ লাইক এবং চলছে)
৪. হিলারি ক্লিনটন (২,৩১৬,৪১৭ লাইক এবং চলছে)
৫. র্যান্ড পল (২,১০৬,৮৫৪ লাইক এবং চলছে)
আর প্রচারণায় স্ন্যাপচ্যাট বেশি ব্যবহার করছেন-
১. বার্নি স্যান্ডার্স ( @নবৎহরব.ংধহফবৎং )
২. হিলারি ক্লিনটন ( @যরষষধৎুপষরহঃড়হ )
৩. ক্রিস ক্রিস্টি ( @পযৎরংঃরব.২০১৬ )
৪. বেন কার্সন ( @ফৎনবহপধৎংড়হ )
৫. জেব বুশ ( @লবননঁংয )
৬. টেড ক্রুজ ( @পৎুঁ৪ঢ়ৎবংরফবহঃ )
৭. জন কাশিক ( @লড়যহশধংরপয )
৮. মার্ক রুবিয়ো ( @সধৎপড়ৎঁনরড় )
৯. কার্লি ফিওরিনা ( @পধৎষুভরড়ৎরহধ১৬ )
১০. মার্টিন ও’মালে (@মড়াবৎহড়ৎড়সধষষবু )
১১. র্যান্ড পল ( @ংবহধঃড়ৎৎধহফঢ়ধঁষ )
স্ন্যাপচ্যাট প্রতিনিধিরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প, রিক সান্টোরাম এবং মাইক হাকাবি-এর কোনো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট নেই এবং যেসব তরুণ ২০১৬ সালের যুক্তরাষ্ট্র নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, তাদের প্রায় এক তৃতীয়াংশ (৩৪ শতাংশ) স্ন্যাপচ্যাট ব্যবহার করেন এবং স্ন্যাপচ্যাট ব্যবহারকারী তরুণ বয়সী এই ভোটারদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৩ শতাংশ) এই প্রচারণা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন