শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তারাবিহ নামাজ ঘরে পড়ুন আহলে সুন্নাত ওয়াল জমা’আত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনার দুর্যোগ মুহূর্তে স্বীয় জীবন রক্ষায় মুসল্লিদেরকে রমজানুল মোবারকে পাঞ্জেগানা নামাজের সুন্নাত-নফলের ন্যায় তারাবীহ ঘরে আদায় করার আহবান জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। 

গতকাল বুধবার এক বিবৃতিতে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানে এশার নামাযের পর বিশ রাকাত নামাজে তারাবীহ স্বীয় মহল্লার মসজিদে জাম‘আত সহকারে আদায় করা সুন্নাতে কেফায়া। ঘর বা বাসায় আদায় করলে কেউ গুনাহগার হবে না। বিবৃতিদাতারা হলেন- আহলে সুন্নাত ওয়াল জমা’আতের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী ও আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
এই দুৃর্যোগময় মুহুর্তে জনসাধারনকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা কল্পে সময়োপযোগী সিদ্বান্ত প্রদানের জন্য আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামাদের অসংখ্য ধন্যবাদ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ