ইনকিলাব ডেস্ক : জাপানের পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার পক্ষত্যাগী এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এলোমেলো ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে আটক করে। তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছেন বলে দাবি করেন। গত রোববার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। সরকারি টিভি চ্যানেল এনএইচকে ও আসাহি শিম্বুন জানিয়েছে, লোকটি পুলিশকে গত সপ্তাহে জাহাজে করে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসার কথা জানায়। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, এরপর তিনি মাঝ সাগরে জাহাজ থেকে লাফিয়ে পানিতে পড়ে একটি ভাসমান প্লাস্টিকের কন্টেইনার ধরে ধীরে ধীরে সাঁতরে জাপানের ইয়ামাগুচি এলাকার সৈকতে পৌঁছেন। গত শনিবার সকালে নাগাতো শহরে তাকে এলোমেলো ঘুরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। কিয়োডো নিউজ জানিয়েছে, লোকটি একটি কাল টি-শার্ট ও ট্রাউজার পরেছিলো। ১৯৯০ সালে তার জন্ম বলে তিনি জানান। তবে তার কাছে পরিচয় প্রমাণ করার মতো কোন দলিল বা সনদ নেই। উত্তর কোরিয়ায় দারিদ্র্য ও দমনপীড়নে পিষ্ট হয়ে প্রায় ৩০ হাজার লোক পুঁজিবাদী দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেছে। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন