শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্লোরোকুইন গবেষণায় প্রাণহানি ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

প্রাণঘাতি নভেল করোনাভাইরাস প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন নিয়ে গবেষণায় মারা গেছেন ১১ জন রোগী। এতে ওই গবেষণা স্থগিত করে দেয়া হয়েছে। তথ্যমতে, করোনা রোগীদের ওষুধ হিসেবে সাড়া ফেলেছে হাইড্রক্সিক্লোরোকুইন। যুক্তরাষ্ট্র, ভারতসহ অনেক দেশ ব্যাপকভাবে এই ওষুধ প্রস্তুত ও সংগ্রহ করছে। হাইড্রক্সিক্লোরোকুইনের কাছাকাছি ওষুধ ক্লোরোকুইন। ব্রাজিল সরকারের স্বাস্থ্য নির্দেশিকাতেও করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ওষুধটি করোনা মোকাবিলায় সহায়ক কী না, এ নিয়ে ব্রাজিলের আমাজোনাস প্রদেশ কর্তৃপক্ষ একটি গবেষণা শুরু করে। এতে মানাস শহরে হাসপাতালে চিকিৎসাধীন ৮১ জন রোগীর ওপরে এই ওষুধ প্রয়োগ করে দেখা হয়। ৫ দিনের সেই পরীক্ষায় ৪১ জনকে উচ্চমাত্রায় ক্লোরোকুইন দেয়া হয়। তাদের মধ্যে অন্তত ১১ জনের মৃত্যু হয়। শনিবার স্বাস্থ্য গবেষণা বিষয়ক একটি অনলাইন সার্ভারে এই ঘটনা প্রকাশ পায়। ৫ দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী রোগীদের দিনে দুইবার করে ৪৫০ মিলিগ্রাম ক্লোরোকুইন প্রয়োগ করা হয়। তবে এর মধ্যে ৪১ জনকে ১০ দিনের জন্য উচ্চমাত্রায় ওষুধটি দেয়া হয়, দিনে দুইবার করে ৬০০ মিলিগ্রাম। কিন্তু তিন দিনের মধ্যে তাদের হৃদ্যন্ত্রের কার্যক্রম অস্বাভাবিক হয়ে পড়ে। ছয় দিনের মাথায় তাদের ১১ জন মারা যান। গবেষকদের মতে, ক্লোরোকুইন করোনা সারাতে কার্যকর কী না সেটি এখনো পর্যাপ্ত রোগীর ওপর পরীক্ষা করে দেখা হয়নি, বিশেষ করে গুরুতর রোগ থাকা করোনা আক্রান্তদের ওপর। ফলে ওষুধটি ব্যবহারের আগে এ নিয়ে আরও বেশি ম‚ল্যায়ন প্রয়োজন। নিউইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন