শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বড়বোনের ১০২ বছর পর

ডেইলি মেইল | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

প্রথম বিশ্বযুদ্ধের পরই স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে বড় বোন এস্থার হফম্যান মারা যান। এর ঠিক ১০২ বছর পরে ৯৬ বছর বয়সে তার ছোট বোন সেলমা এস্থার রায়ান মারা গেলেন করোনাভাইরাসে।
এস্থার হফম্যান ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে মারা যান। এই দুই বোনের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত হার্নভিলে। সেখানকার অস্টিনে একটি কেয়ার হোমে গত মঙ্গলবার মারা যান সেলমা এস্থার রায়ান।
বড় বোন এস্থার হফম্যান মারা যাওয়ায় কোনদিন তাকে সেলমা এস্থার রায়ানকে দেখতে পাননি। বড় বোন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ৫ বছর পরে জন্ম সেলমা এস্থার রায়ানের।
ডবিøউজিএন-টিভি’কে তার মেয়ে ভিকি বলেছেন, তিন বছর ধরে কেয়ার হোমে তার মা ও অন্য কমপক্ষে ৫ জন বসবাসকারী ছিলেন। তারা গত ৩ এপ্রিল থেকে উচ্চ তাপমাত্রার জ¦রে ভুগছিলেন।
ভিকি বলেন, মাকে দেখি দুর্বল থেকে দুর্বল হয়ে পড়ছেন। এ সময়ে তার পাশে থাকতে না পারার কষ্টটা বুকের ভিতর বিঁধে যাচ্ছে। গত ১১ এপ্রিল ছিল মার ৯৬তম জন্মদিন। এ দিনটি তিনি উদযাপন করেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন