ইনকিলাব ডেস্ক : আফ্রিকান ইউনিয়নে (এইউ) যোগ দেওয়ার ইচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মরক্কো। ওই সংস্থাটি ত্যাগ করার দীর্ঘ ৩২ বছর পর পুনরায় দেশটি তাতে যোগ দিতে চাইছে। বিবিসি বলছে, রুয়ান্ডায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মেদ বলেন, প্রাতিষ্ঠানিক পরিবারে পুনরায় নিজের স্থান নেওয়ার সময় এসেছে তার দেশের। পশ্চিম সাহারার স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়ায় ১৯৮৪ সালে এইউ ত্যাগ করেছিল মরক্কো। মরক্কো পশ্চিম সাহারাকে নিজেদের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিসেবে বর্ণনা করে থাকে। এরপর থেকে তিন দশকেরও বেশি সময় মরক্কো ওই সংস্থার অংশ হতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। এই বিতর্কের জেরে গেল মার্চে দেশটি জাতিসংঘের শান্তি মিশনে থাকা সেনাদের ফিরিয়ে নেওয়ার হুমকিও দেয়। কিন্তু মরক্কোর কর্তৃপক্ষ বুঝতে পারছে, বিশ্ব সংস্থাগুলো থেকে নিজেদের সরিয়ে নিলে তা পশ্চিম সাহারাসহ অন্যান্য বিষয়ে কূটনৈতিক ক্ষেত্রে ফলদায়ক হবে না। মরক্কো রুয়ান্ডার রাজধানী কিগালিতে এইউ-এর শীর্ষ সম্মেলনে আফ্রিকার নেতাদের সঙ্গে দেনদরবার করার জন্য একটি বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে। বর্তমানে মরক্কোই আফ্রিকার একমাত্র দেশ যে দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন