শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জুয়েলের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৭:৪৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল। মঙ্গলবার (২১ এপ্রিল) জুয়েলের পক্ষ থেকে তার নিজ জেলা নরসিংদীর মনোহরদী, বেলাবোর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রায় ৭০০ দিনমজুর অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আবদুল কাদির ভূইয়া জুয়েল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রথম পর্যায়ে ৬০০ মানুষের হাতে তিনি এসব খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে রমজান উপলক্ষে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ৭০০ পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন