শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তর প্রদেশ-দিল্লি সীমান্ত সিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

দিল্লি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সীমান্তবর্তী প্রধান হাইওয়েতে মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল বিরাট ট্র্যাফিক জ্যাম। দুই রাজ্যের সীমান্ত সিল করে দেওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই ক্রমশ বড় হচ্ছে জ্যাম। দিল্লি থেকে আগত ছ’জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গাজিয়াবাদের জেলাশাসক অজয়শঙ্কর পান্ডে সোমবারই নির্দেশ দেন সীমান্ত দিয়ে কোনও রকমের চলাচল বন্ধ করার। জাতীয় বিপর্যয় আইন ২০০৫ অনুসারে ওই নির্দেশ দেওয়া হয়। কেবলমাত্র অত্যাবশ্যক পণ্য পরিবহনকারী গাড়িকেই অনুমতি দেয়া হয়েছে। স্কুটার চালক এক ব্যক্তি বলেন, তিনি বাড়ি ফিরতে চান। স্ত্রীর সঙ্গে দিল্লির এক হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে পুলিশ বাড়ি ফেরার অনুমতি দিচ্ছে না। যেহেতু অত্যাবশ্যক পণ্ সরবরাহকারী যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহনকেই চলাচল করতে দেয়া হচ্ছে না, তাই জ্যাম ক্রমশই বড় হচ্ছে। স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। সোমবার কেন্দ্র জানিয়েছে, যে অঞ্চলে করোনা সংক্রমণের ঘটনা সেভাবে ঘটেনি সেখানে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা যেতে পারে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন