বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আতঙ্ক নয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বেলারুশের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৯ বছর পূর্বে পড়াশুনা করতে যান বাংলাদেশি চিকিৎসক ড. হাসান ইমরুল। এরপর তিনি সেখানেই থেকে গেছেন। কালের পরিক্রমায় সোভিয়েত ভেঙ্গে সোভিয়েত রিপাবলিক অব বেলারুসিয়া এখন স্বাধীন বেলারুশ রাষ্ট্র। সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর প্রকোপ থেকে বাঁচতে পারেনি এ দেশটিও। সেখানে এর বিরুদ্ধে যারা সম্মুখ যোদ্ধা, তাদের মধ্যে অন্যতম ড. হাসান ইমরুল। কোভিড-১৯ থেকে কীভাবে বাঁচতে হবে সে বিষয়ে বাংলাদেশি ও বেলারুশিয়ানদের জন্য এই চিকিৎসক কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আতঙ্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে। আসল বিষয়টি হচ্ছে, আপনাকে সরকার ঘোষিত নিয়ামাবলি মেনে চলতে হবে এবং সবকিছুর বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে। ড. ইমরুল জানান, গত এক মাসে তার কাছে প্রায় ৪০০ মানুষ এসেছেন সাধারণ ঠান্ডা ও জ্বর নিয়ে। তারা সবাই ধারণা করেছিল যে, তাদের শরীরে হয়ত সার্স-কভ-২ ভাইরাস সংক্রমিত হয়েছে। কিন্তু তিনি শুধু একজনকে কোভিড-১৯ টেস্টের জন্য পাঠান এবং সেই ফলাফলও নেগেটিভ আসে। চিকিৎসক বলেন, মানুষ প্রথমেই খুব উদ্বিগ্ন হয়ে ওঠে। যখনই তাদের কোনো ঠান্ডা বা জ্বরের উপসর্গ দেখা দেয়, তারা তখনই ধরে নেয় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত গুজবেরও সমালোচনা করেন এই চিকিৎসক। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অবলম্বনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন