সউদী আরবের সুপ্রিমকোর্ট বেত্রাঘাত নিষিদ্ধ করেছে। এর পরিবর্তে দেয়া হবে জেলজরিমানা।সুপ্রিম কোর্ট এর জারিকৃত এ নির্দেশনার পর আইনও সংশোধন করা হচ্ছে। -বিবিসি
এটাকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কাজের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইতোমধ্যে ভিন্নমত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। রাজপরিবারের সমালোচনা করলেই গ্রেপ্তার করা হয় নাগরিকদের।
২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউয়িকে জনসম্মুখে এক হাজার বেত্রাঘাত করার আদেশ দেয়া হয়। কয়েকবার আঘাতের পরই তিনি মুমূর্ষ হয়ে পড়েন। এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে বাকি শাস্তি কার্যকর করা হয়নি। তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও ইসলাম অবমাননার অভিযোগ করা হয়।
শুক্রবার দেশটির প্রখ্যাত মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল-হামিদ জেলের মধ্যেই স্ট্রোক করে মারা যান। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। এমন পরিস্থিতিতে বেত্রাঘাতের শাস্তি উঠে গেলেও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন