বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের আড়াই কোটি ডলার হাতিয়ে নিল হ্যাকাররা

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাইওয়ানের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার (আড়াই কোটি) হ্যাকিং করে নিয়ে গেছে হ্যাকাররা। তাইওয়ানের পুলিশ জানিয়েছে, এ অর্থ চুরি করতে হ্যাকাররা কয়েক ডজন এটিএম কার্ড ব্যবহার করেছে। তারা একজনকে ধরতে সমর্থ হয়। তাইওয়ানের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান লি ওয়েন চ্যাং বলেন, তাইওয়ানে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক এটিএম হ্যাকারচক্র অপরাধ সংঘটিত করেছে। ঘটনায় জড়িত সন্দেহে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল থেকে লাটভিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া রাজধানী তাইপে থেকে আরো দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খোয়া যাওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় জড়িত ১৩ সন্দেহভাজন দেশ থেকে পালিয়ে গেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, হ্যাকাররা সম্ভবত মোবাইল ফোন ব্যবহার করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এবং তারা দ্রুত বিশাল অংকের অর্থ তুলে নিতে সক্ষম হয়েছে। তবে হ্যাকাররা কীভাবে ম্যালওয়ার ইন্সটল করেছিল সেটি এখনো অস্পষ্ট
রয়েছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন