শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছত্তিশগড়ে তিন বছরে এইডসে দেড় সহস্রাধিক প্রাণহানি

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে ৩ বছরে (২০১৩-১৫) এইডস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। ওই রাজ্যের বিধানসভায় এক প্রশ্নোত্তর পর্বে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয় বলে খবরে বলা হয়েছে। বিধানসভায় এমএলএ অমিত জোগীর একটি প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী অজয় চন্দরকার বলেন, রাজ্যে ২০১৩, ১৪ ও ১৫ সালে মোট এইডস রোগীর সংখ্যা ৮,৯৭৮ জন। এ ছাড়া রাজ্যে এই রোগে গত তিন বছরে মারা গেছে ১,৫৮৮ জন। তিনি আরো বলেন, এইডস রোগীর সংখ্যা কমিয়ে আনতে এইডস নিয়ন্ত্রণ সোসাইটি ২০টি শূন্য পদে বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তার মধ্যে রয়েছে ১১ জন সহকারী পরিচালক এবং ছয়জন উপ-পরিচালক। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন