শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুরস্কারের অর্থ শিশুদের দান

এএফপি | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৭ এএম

ডেনিশ এক ফাউন্ডেশন থেকে পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ ডলার করোনাভাইরাসের কারণে সঙ্কটে পড়া শিশুদের সহায়তায় দিয়ে দিয়েছেন আলোচিত সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।
গতকাল বৃহস্পতিবার ১৭ বছর বয়সী গ্রেটার এই অনুদানের খবর এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। তাতে গ্রেটা বলেন, ‘জলবায়ু সঙ্কটের মতো, করোনাভাইরাসও শিশুদের অধিকার সঙ্কটে ফেলবে। এটা বর্তমানে ও ভবিষ্যতে সমগ্র শিশুদের ওপর প্রভাব ফেলবে।’

গ্রেটা বলেন, ‘শিশুদের জীবন রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং লেখাপড়া চালিয়ে নেওয়ায় মতো ইউনিসেফের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহŸান জানাচ্ছি।’
ইউনিসেফ জানিয়েছে, দারিদ্র্য দূরীকরণমূলক ডেনমার্কের বেসরকারি প্রতিষ্ঠান ‘হিউম্যান অ্যাক্ট’ থেকে গ্রেটা এই এক লাখ ডলার পুরস্কার হিসেবে পেয়েছিলেন। এই তহবিল করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় বড় উৎসাহ জোগাবে বলে জানায় তারা।
গ্রেটা জানান, মার্চেও শেষ দিকে মধ্য ইউরোপে সফরের পর তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হতে বসেছিলেন। এই রোগের অনেক লক্ষণই নাকি তার ছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন