শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের বক্তব্য নাকচ সিআইএ’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৪ এএম

চীনের গবেষণাগারে ভাইরাস তৈরির দাবি ভিত্তিহীন : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
এ ধরনের অভিযোগ থেকে যুক্তরাষ্ট্র্রকে বিরত থাকার আহবান চীনের
কোভিড নাইন্টিনের ভাইরাস সার্স-কোভ-২ ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এ দাবি সম্প‚র্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপক্ষে কোনো প্রমাণ অস্ট্রেলিয়া পায়নি বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ ভাইরাস কিভাবে বিশ্ব মহামারিতে পরিণত হলো সে বিষয়েও একটি তদন্তের আহবান জানিয়েছেন মরিসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনেই এই ভাইরাস তৈরি হয়েছে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তবে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ রয়েছে কিনা তা জানাতে অস্বীকার করেন তিনি। মরিসন জানিয়েছেন, অস্ট্রেলিয়া এ নিয়ে তদন্ত করেছে। কিন্তু এমন কোনো প্রমাণ পায়নি যাতে প্রমাণিত হয় যে, চীনেই এই ভাইরাস তৈরি করা হয়েছে। তবে এ ভাইরাস কীকরে বিশ্বজুড়ে এত দ্রুত ছড়িয়ে পড়লো সেটি নিয়ে তদন্ত হওয়া উচিৎ। অপরদিকে, চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়েছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে খোদ দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটি স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছে, তারা নিশ্চিত হয়েছে করোনাভাইরাস মানবসৃষ্ট নয়।এমনকি এটি জিনগত কারিগরির মাধ্যমে তৈরি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুরো গোয়েন্দা গোষ্ঠী চীন থেকে উদ্ভ‚ত কোভিড-১৯ এর ব্যাপারে মার্কিন নীতিনির্ধারক এবং প্রতিক্রিয়াদানকারীদেরকে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসছে । ‘একই সঙ্গে গোয়েন্দা স¤প্রদায়, বৈজ্ঞানিক ঐকমত্যের সঙ্গে মিলিয়ে ঘোষণা করছে যে, কোভিড-১৯ ভাইরাস মানবসৃষ্ট নয় বা জিনগতভাবে সংশোধিত হয়নি’ যোগ করা হয় বিবৃতিতে। বুধবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, তথ্যপ্রমাণ দেখে তার মধ্যে ‘উচ্চমাত্রার আত্মবিশ্বাস’ সৃষ্টি হয়েছে যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই ভাইরাসটি ছড়িয়েছে। এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে বলেও দাবি তার। অপর এক খবরে বলা হয়, চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় বলে তিনি যে অভিযোগ করেছেন তার কঠোর জবাব দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নির্বাচনসহ আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের বিন্দুমাত্র অভিপ্রায় বেইজিংয়ের নেই। বিবৃতিতে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনের প্রতি আহবান জানানা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছিলেন, চীন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে হস্তক্ষেপ করে তাকে হারিয়ে দেয়ার পরিকল্পনা করেছে। ট্রাম্প দাবি করেন, চীনের ওপর তিনি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন বেইজিং ভাবছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় আসলে তিনি এসব নিষেধাজ্ঞা তুলে নেবেন। ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর বেইজিং- এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে মারাত্মক তিক্ততা সৃষ্টি হয়। ট্রাম্প প্রশাসন একদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে এবং অন্যদিকে তাইওয়ানের প্রতি সমর্থন বাড়িয়েছে। ট্রাম্প্র প্রশাসন এমন সময় তাইওয়ানের সঙ্গে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে যখন চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন