শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ফেসবুক এ্যাকাউন্টের দায়-দায়িত্ব আমার নেই-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৬:০২ পিএম

নিজের নামে ফেসবুক এ্যাকাউন্ট নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল আমার নামে ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনও ফেসবুক এ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট এর কোনও মতামতের সংগে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই। সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভূয়া এ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য। ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট এর মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন