সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই: ইরাকের নতুন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:৩১ পিএম

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আর্থ-রাজনীতিসহ সব ক্ষেত্রেই এ ধরণের সম্পর্ক চান তিনি।

গতকাল (শনিবার) বাগদাদে প্রধানমন্ত্রীর প্রাসাদে ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরাককে সন্ত্রাসীদের ঘাঁটি বা ক্রসিং পয়েন্ট হতে দেওয়া হবে না। একইভাবে কেউ ইরাকি ভূখণ্ডকে কোনো দেশে হামলা বা অন্যদের হিসাব-নিকাশ চুকানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

মোস্তফা আল-কাজেমি আরও বলেন, দ্বিপক্ষীয় স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ইসলামি ইরানের পাশাপাশি সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায় বাগদাদ।

এ সময় ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি সংসদে আস্থাভোটে বিজয়ী হওয়ায় মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, নয়া সরকার ইরান-ইরাকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সব ক্ষেত্রে সফল হবে।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন