সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্লাজমা দান করলেন

আউটলুক ইন্ডিয়া | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০২ এএম

বলিউডের প্রখ্যাত প্রযোজক করিম মোরানির মেয়ে এবং অভিনেত্রী জোয়া মোরানি করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির জন্যে রক্ত দান করেছেন। গত শনিবার মুম্বাইয়ের নায়ার হাসপাতালে জোয়া রক্ত দান করেন জোয়া।
জোয়া মোরানি সেই মুহূর্তের ছবিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যাতে তার মতোই আর পাঁচজন করোনামুক্ত ব্যক্তিরা মানুষের স্বার্থে এগিয়ে আসেন।
মারণ ভাইরাস করোনার কোনও ভ্যাকসিন-ওষুধ নেই। তবুও চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে সারিয়ে তুলছেন মানুষদের। এই করোনা যোদ্ধারাই কিন্তু পারেন আরেক করোনা আক্রান্ত রোগীকে সাহায্য করতে। কিংবা নিজেদের রক্তদান করে এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসকদের দিকে সাহায্যের হাত বাড়াতে।

সাধারণ মানুষের স্বার্থে সেই সিদ্ধান্তই নিয়েছিলেন বলিউডের খ্যাতনামা মোরানি পরিবারের তিন সদস্য। মোরানি-কন্যা জোয়া কথা দিয়েছিলেন করোনামুক্ত হওয়ার পর প্লাজমা দান করবেন। সুস্থ হওয়ার পর নিজে হাসপাতালে গিয়ে করোনা আক্রান্তদের স্বার্থে প্লাজমা দান করার মাধ্যমে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। প্লাজমা দানের পর জোয়াকে একটি সার্টিফিকেট এবং তার সঙ্গে ৫০০ টাকাও দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন