শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

খালেদা জিয়ার সাথে দেখা করেছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৩:২৩ পিএম

কারামুক্ত হওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছালে স্থায়ী কমিটির কয়েকজন নেতা সেদিন তার সাথে সাক্ষাত করেন। এরপর থেকে আর কোন নেতার সাথেই সাক্ষাত করেননি তিনি। তবে মুক্ত হওয়ার ৪৮দিন পর গত সোমবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুলকে ডেকে ফিরোজায় ডেকে পাঠান তিনি। রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বিএনপি মহাসচিব খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন বলে জানিয়েছেন তার অন্যতম ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রিংকু। তবে খালেদা জিয়ার সাথে কি কথা হয়েছে সে বিষয়ে বিএনপি মহাসচিব কোন কথা বলেননি এবং তার ব্যক্তিগত সহকারীও তা জানাতে পারেননি।

বিএনপির এক সিনিয়র নেতা জানান, ম্যাডাম মহাসচিবকে দেখা করার জন্য ডেকেছিলেন। তিনি সোমবার রাতে দেখা করেছেন। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা আমরা জানিনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন