বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পালমিরা ও হোমসের আইএস অবস্থানে রুশ বিমান হামলা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় আইএস অবস্থানের ওপর কয়েক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বিমান। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা এবং কেন্দ্রীয় প্রদেশ হোমসের কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়েছে। গত ২১ জুলাই তারিখে চালানো হামলায় ছয়টি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান টিইউ-২২এম-৩ অংশ নেয়। গোয়েন্দাদের দেয়া তথ্য নিশ্চিত হয়ে পালমিরার পূর্ব পাশে, আরাক, আস-সুখানা এবং আত-তাওবা শহরের আইএস অবস্থানের ওপর এসব অভিযান চালানো হয়। আইএসের কমান্ড পোস্ট, অস্ত্রাগার এবং আইএস সদস্যদের লক্ষ্য করে এ সব অভিযান চালানো হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। বিমান অভিযানের সমর্থনে গোয়েন্দা তথ্য সংগ্রহে উপগ্রহসহ অত্যাধুনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে এতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এতে নতুন নতুন সামরিক অবস্থানের ওপর প্রায় তাৎক্ষণিক হামলা সম্ভব হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন