সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসলামী কবিতা পড়ে জেলে যান এরদোগান

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সর্বশেষ অভ্যুত্থানের চেষ্টা এরদোগান নস্যাৎ করে দেন সাধারণ মানুষকে ব্যবহার করে। এই টেকনিক তিনি শিখেছেন অনেক আগে। এর আগেও অভ্যুত্থানের সময় তিনি সক্রিয়ভাবে বিরোধিতা করেন। ১৯৯৭ সালের অভ্যুত্থানের সময় এই রাজনৈতিক নেতা ইসলামিস্ট ওয়েলফেয়ার পার্টির নেতা ও ইস্তাম্বুলের মেয়র ছিলেন। সেনারা ওয়েলফেয়ার সরকারকে হটিয়ে দিয়ে ধর্মীয় কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৯৮ সালে এটি এরদোগানকে প্রবলভাবে নাড়া দেয়। তিনি সেনাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। একই বছর তিনি প্রকাশ্যে ইসলামী কবিতা পাঠ করেন। যার ফলে তাকে জেলে পাঠানো হয় এবং পাঁচ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। এরপর ১৯৯৯ সালের নির্বাচিেনর পর ২০০১ সালে তিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপম্যান্ট পার্টি তৈরি করেন। ২০১৪ সালে তিনি তুরস্কের ১২তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন