ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিরোধী দল এমএইচপির চেয়ারম্যান দেভলেন বাহসেলি বলেছেন, গত শুক্রবারের অভ্যুত্থান চেষ্টার সময় সেনাবাহিনী প্রধান হালুসি আকারের সহকারী লে. কর্নেল লেভেন্ট তুরকান তার কাছ থেকে সমর্থন কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ কথা জানান এমএইচপির চেয়ারম্যান দেভলেন বাহসেলি। দেভলেন বলেন, অভ্যুত্থান চেষ্টার সময় তুরকান তার কাছে সমর্থন চেয়ে বলেছিলেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে। এমএইচপির ডেপুটি চেয়ারম্যান সেমিহ ইয়ালকি বলেন, সমর্থন লাভের জন্য তুরকান তাদের দলের অফিসে পর্যন্ত এসেছিলেন। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন