পঙ্গপালের একটি বিশাল বাহিনী এবার প্রবেশ করেছে ভারতের রাজস্থানের আজমিরে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে দিয়ে বলেছে, জুনে আরো হামলা হতে পারে। নতুন নতুন জায়গা থেকে এ বাহিনীর জন্ম হচ্ছে। তবে ভারত সরকারের পঙ্গপাল সতর্ককারী সংস্থা (এলডব্লিউও) দাবি করেছে পঙ্গপালের আক্রমণ খুব দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটির উপ-পরিচালক কেএল গুরজার বলেন, ‘আজমিরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি ঝাঁক হামলে পড়েছে। এটিকে প্রতিহত করতে আমরা প্রস্তুতি নিয়েছি। দ্রুত নিয়ন্ত্রণ করা যাবে।’ গত জানুয়ারিতে রাজস্থানে পঙ্গপালের একটি ছোট ঝাঁক প্রবেশ করেছিল। তারা প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করে। হিন্দুস্তান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন