শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরিবের উপকার হবে না

ইকনোমিক টাইমস | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস মোকাবেলায় কেন্দ্রের ঘোষণা করা আর্থিক প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুই নেই।’ এমন দাবি করেছেন সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। লকডাউনে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ওই প্যাকেজ কোন কোন খাতের জন্য বরাদ্দ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
প্যাকেজ নিয়ে কেন্দ্রকে অভিযুক্ত করে চিদম্বরমের তোপ, ‘কেন্দ্রের আর্থিক প্যাকেজ থেকে লক্ষাধিক গরিব ও পরিযায়ী শ্রমিকের কোনও উপকার হবে না। এই আর্থিক প্যাকেজে কিছুই নেই’।

প্যাকেজের বিবরণ দিতে গিয়ে গত বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘গরিবদের জন্য প্যাকেজে ১.৭৫ লাখ কোটি টাকার ব্যবস্থা।’ সীতারমনকে দুষে চিদম্বরমের তোপ, ‘সঙ্কটের নিরিখে সরকারের ঘোষিত নীতি সঠিক নয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ২০ লাখ কোটি টাকার প্যাকেজের মধ্যে গত বুধবার মাত্র ৩.৬ লাখ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন। এতেই হতাশ কংগ্রেস। প্যাকেজের বাকি টাকা কোন কোন খাতে বরাদ্দ হবে তা দ্রæত জানানোর দাবি তুলেছে কংগ্রেস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন