যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর রিচার্ড বার এফবিআই’র তদন্তের মুখে পদত্যাগ করেছেন। তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার তার মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। দেশটির নর্থ ক্যারোলিনার এই সিনেটরের বিরুদ্ধে অভিযোগ, কমিটিতে প্রাপ্ত তথ্য ব্যবসায়িক স্বার্থে কাজে লাগিয়েছেন তিনি। এই সিনেটর কোনও অপরাধ না করার দাবি করে জানিয়েছেন, কমিটির কাজকে তদন্ত যাতে বাধাগ্রস্ত না করে, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন