তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা দেখতে পাই, যখন দেশে কোনো দুর্যোগ দেখা দেয় বা মানুষ কোনো বিপদে পড়ে, কিছু নিয়ে শংকা-আশংকায় থাকে, তখন কিছু নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে। গবেষণা সংস্থার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যপ্রচার করা হয়।
শনিবার (১৬ মে) দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, এগুলোকে অন্য সময় আর দেখা যায় না বা এরা কোনো গবেষণাও করেনা। সরকারের সমালোচনা করার জন্য ও বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দেবার জন্যই এরা মনগড়া রিপোর্ট তৈরি করে। এ ধরনের মনগড়া রিপোর্ট জনসম্মুখে প্রকাশ গুজব রটনার শামিল এবং আমি আশা করবো, গুজব রটনার অপরাধ সংঘটন থেকে সবাই বিরত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন