শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিন্দু বৃদ্ধের লাশ সৎকারের দায়িত্ব নিল মুসলিম যুবকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনা আতঙ্ক কাঁপছে চারদিক। এই পরিস্থিতিতে বিশেষত বৃদ্ধ কেউ মারা গেলেও এগিয়ে আসছেন না অন্যরা। এরকমই একটি ঘটনা ঘটল ভারতের পুনেতে। আর সেখান থেকে জন্ম নিলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃশ্যের। পুনের ডায়াস প্লটের গুলটেকডি মার্কেটের কাছে থাকতেন এক বৃদ্ধ। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয় সম্প্রতি। কিন্তু তার মৃত্যুর পর প্রতিবেশীরা ভেবে নেয়, মৃত্যুর কারণ করোনা। তাই কেউ এগিয়ে আসেনি শেষকৃত্যের জন্যে। বৃদ্ধের লাশ নিয়ে অথৈ পানিতে পড়েন তার পুত্র ও পুত্রবধ‚। এরপর ঘটনার কথা জানাজানি হয়। তখনই এগিয়ে আসেন এলাকার কয়েকজন মুসলিম যুবক। তারা পুলিশের অনুমতি নিয়েই ব্যবস্থা করেন একটি অ্যাম্বুলেন্সের। সেই অ্যাম্বুলেন্সই লাশ নিয়ে যাওয়া হয়। হিন্দু রীতিতেই সম্পন্ন হয় শেষকৃত্য। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন