চীনের ‘ক্যানসিনো বায়োলজিক্স’ নামের একটি কোম্পানির তৈরি ভ্যাকসিন ‘এডি৫-এনকোভ’-এর পরীক্ষাম‚লক ব্যবহার করবে কানাডা। চিকিৎসা সেবায় ওষুধ বাছাইয়ে অত্যন্ত রক্ষণশীল কানাডা এ ভ্যাকসিনটির পরীক্ষা এবং উৎপাদন দ্রুত করতে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তিও করেছে ইতোমধ্যে। এই চুক্তির আওতায় করোনাভাইরাসের এ ভ্যাকসিনটি কানাডায় মানবদেহে পরীক্ষাম‚লক প্রয়োগ করা হবে। এর আগে বেশ কিছুদিন ধরেই চীনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের শরীরে ব্যবহারে এই ভ্যাকসিনের ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটিই হচ্ছে প্রথম কোনো ভ্যাকসিন যেটির দ্বিতীয় দফায় মানবদেহে প্রয়োগের মাধ্যমে ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে। এপ্রিল পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল টেস্ট এ আছে। এডি৫-এনকোভ তাদের একটি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন