চলমান করোনা সংকটেও ভারত-মার্কিন বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। আর তা স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কভিড-১৯ প্যানডেমিক মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দান করবে যুক্তরাষ্ট্র। শনিবার এক টুইটবার্তায় তিনি এ কথা জানিয়েছেন। ট্রাম্প টুইটে লিখেছেন, এটা ঘোষণা করতে খুবই গর্ব অনুভব করছি যে, ভারতে ভেন্টিলেটর দান করবে যুক্তরাষ্ট্র। বন্ধুত্বের স্মারক হিসেবে এটা করা হবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, এই প্যানডেমিকে ভারত এবং নরেন্দ্র মোদির পাশেই আছি আমরা। আমরা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও সহযোগিতা করছি। ওয়ান ইন্ডিয়া, এই সময়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন