শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পানির জন্য হাতাহাতি বিহারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

ভারতে সরকার পরিচালিত কোয়ারেন্টিন সেন্টারে করোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত পানিরও ব্যবস্থা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক দূরত্ব ভুলেই হাতাহাতি পর্যায়ে চলে গেছে বিহারের একটি কোয়ারেন্টিন সেন্টারের দেড়শ’ মানুষ! সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এই ১৫০ জন মানুষ সরকার পরিচালিত কোয়ারেন্টিন সেন্টারগুলোতে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকার অভিযোগ তুলছেন। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে পানির জন্য তারা রীতিমতো লড়াই করছেন। রাজ্যের রাজধানী পটনা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সমস্তিপুর জেলার ফুলহরা শহরে প্রায় ছয় মিনিটের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে। এতে দেখা গিয়েছে যে, একটি স্কুলে কোয়ারেন্টিনে থাকা লোকজন জড়ো হয়েছেন। ওই স্কুলটিকে অস্থায়ীভাবে করোনাভাইরাস কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে। এনডিটিভি, পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন