শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাধারণ অধিবেশনের পরবর্তী প্রেসিডেন্ট তুরস্কের ভলকান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০২ এএম

এ বছর জাতিসংঘ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। পরবর্তী সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কে হচ্ছেন এ নিয়ে বিশ্ব সংস্থাটিতে নির্বাচন হবে আগামী জুনে। এ পর্যন্ত এ পদে প্রার্থী হয়েছেন মাত্র একজন। তিনি হলেন- জাতিসংঘে নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদ‚ত ভলকান বজকির। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শনিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতিসংঘের পরবর্তী সাধারণ সভার প্রেসিডেন্ট হিসেবে আমরা আমাদের রাষ্ট্রদ‚তকে মনোনীত করেছি। খবর আনাদোলুর। এখন পর্যন্ত ৭৫তম ওই বার্ষিকসভার সভাপতির পদে একক প্রার্থী হিসেবে তিনিই আছেন। শেষ পর্যন্ত আর কেউ প্রতিদ্ব›িদ্বতা না করলে বজকিরই হবেন এ মর্যাদপূর্ণ পদে তুরস্কের প্রথম কোনো কূটনীতিক। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন