শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরাক-সিরিয়া থেকে মার্কিনিদের বিতাড়িত করার হুমকি ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিতে আবারো জোরালো দাবি জানালো ইরান। ইরাক ও সিরিয়া থেকে আমেরিকানদের বিতাড়িত করার হুমকি দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব আরো প্রকট হয়। কয়েকদিন পর ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা করে তেহরান। কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমান উপসাগরে আমেরিকান জাহাজকে বিরক্ত করলে ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমেরিকার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে খামেনি বলেছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় আমেরিকানদের সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে। একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ইফতার পার্টিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইরানের শীর্ষ নেতা। আমেরিকানদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি বলেছেন, ‘ইরাক ও সিরিয়ায় আমেরিকানরা থাকতে পারে না, তাদের বিতাড়িত করা হবে।’ ইরানের শীর্ষ নেতা বলেন, সাধারণ মানুষেল বাইরেও আমেরিকার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপধানও নিজেদের আলাপচারিতায় মার্কিন নেতাদের প্রতি ক্ষোভ উগড়ে দেন। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ ও কথাবার্তাই এজন্য দায়ী বললেন খামেনি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন