বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যাকারী পুলিশ দারেককে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী ক্যালি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৭:৩৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিস শহরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক কর্মকর্তা দারেক চাউভিনকে জেলে পাঠানো হয়েছে। দারেকের স্ত্রী ক্যালি চাউভিন আজ শনিবার জানান, তাদের ১০ বছরের সংসার। কিন্তু তার স্বামী যে এরকম রেসিস্ট ছিলেন, সেটা তিনি জানতেন না। শিগগিরই তিনি তার স্বামীকে ডিভোর্স করতে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন। –বিবিসি, পলিটিকো

ক্যালির আইনজীবী পলিটিকোকে জানান, কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত হওয়ার কারণে দারেক চাউভিনের স্ত্রী তাকে ডিভোর্স দিচ্ছেন। এছাড়া ক্যালি চাউভিনের নিহত জর্জ ফ্লয়েডের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বলেও জানান তার আইনজীবী। এছাড়া এই ঘটনায় ক্যালি চাউভিন তার আগের ঘরের সন্তান, বাবা- মা এবং পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেছেন ।

দু ’ বছর আগে দারেক চাউভিন ও ক্যালি চাউভিনের বিয়ে হয়। তবে দারেক চাউভিনকে বিয়ের পর কেলি চাউভিনের কোন সন্তান হয়নি । কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্য এখন উত্তাল ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন