শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃদ্ধের প্রতি নৃশংসতায় দুই মার্কিন পুলিশ সাসপেন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

নিউইয়র্কে বিক্ষোভের সময় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়ায় বাফালো পুলিশ বিভাগের দুই কর্মকর্তাকে বিনাবেতনে সাসপেন্ড করা হয়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তারা বৃদ্ধকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। এতে ফুটপাথে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে ও মারাত্মক আহত হন। জর্জ ফ্লয়েডকে হত্যা ও পুলিশ নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় ওই বৃদ্ধ বাফালোর নায়াগ্রা চত্বরে পুলিশের দিকে এগিয়ে যান। তখন পুলিশ কর্মকর্তারা চিৎকার করে তাকে সরে যেতে বলেন এবং তাকে পিছনের দিকে ধাক্কা দেন। এক কর্মকর্তা হাত বাড়িয়ে তাকে ধাক্কা দিয়েছে বলে দেখা গেছে। এতে তিনি নিচে পড়ে যান। আরেকজন লাঠি দিয়ে তাকে ঠেলা দেন। তৃতীয় এক কর্মকর্তা এসে সহকর্মীদের ওই বৃদ্ধের দিকে ধাক্কা দেন। তখন ওই লোক পড়ে গেলে ফুটপাথের সঙ্গে তার মাথা আঘাত পায়। অনেকটা নিশ্চল হয়ে পড়ে থাকতে দেখা গেছে তাকে। কোনো একজন চিৎকার করে বলছিলেন, তার কান থেকে রক্ত বের হচ্ছে। তার মাথার নিচ রক্তে ডুবে যায়। তখন ওই লোকটিকে নিথর অবস্থায় ফেলে পুলিশ কর্মকর্তারা চলে যান। বাফালোর মেয়র বায়রন ব্রাউন বলেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাম্পেন জেফ রিনাল্ডো বলেন, তার মাথায় ক্ষত ও সম্ভাব্য কনকাসনজনিত আঘাত রয়েছে। ওই বৃদ্ধ মস্তিস্কে মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানান এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন