আস্ত হরিণ গিলে খেতে পারে কে? সকলেই প্রায় একবাক্যে বলবেন অজগর। প্রকান্ড অজগরের গ্রাসে তলিয়ে যাচ্ছে হরিণ এই দৃশ্য অনেকেরই নানা ভাবে দেখা।
সাপের নানা ভিডিও হামেশাই সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। এবারও তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবারের ভিডিও আরও লোম খাড়া করা। সাপের করাল গ্রাস থেকে এক নিরীহ হরিণের মুক্তি পাওয়ার ভিডিও এটি।
দ্য লজিক্যাল বং পেজ থেকে ফেসবুকে আপলোড করা হয়েছে এই ভিডিওটি। ওই পেজ জানিয়েছে ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির শুকনার। ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের রাস্তায় একপাশে একটি হরিণকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে একটি প্রকান্ড অজগর সাপ। হরিণটি নাগপাশ থেকে বেরনোর চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলেই যাচ্ছে।
তারপরই দেখা যায় গাছের একটি ডাল দিয়ে বার বার সাপটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। দ্য লজিক্যাল বং পেজ ভিডিওটি শেয়ার করে লিখেছে, স্থানীয়দের চেষ্টায় সাপটিকে দূরে সরানো গেছে। গাছের ডালের খোঁচা খেয়ে অবশেষে শিকার ছেড়ে পালায় প্রায় ৮ ফুটের ওই অজগর সাপ। হরিণটিও মুক্তি পেয়ে দে দৌড়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন