ইনকিলাব ডেস্ক : এক মাসেরও বেশি সময় আগে ভারতের কেরালার কাসারাগডের পদন্না থেকে নিখোঁজ হওয়া ২১ বছর বয়স্ক আশফাক তার বোনকে বার্তা পাঠিয়েছে। টেলিগ্রাম অ্যাপে পাঠানো বার্তায় সে জানতে চেয়েছে, তার মা কেমন আছে এবং এও বলেছে, আমি এখন ইসলামের ভূমিতে অবস্থান করতে পেরে খুবই সুখী, তোমরা এটা অনুভব করতে পারবে না। আশফাক তার চাচাতো ভাই ইজাজ ও শিয়াজসহ নিখোঁজ হয়েছিল। তার পরিবার বিষয়টি পুলিশকে জানিয়েছিল। আশফাকের মতো অন্তত ১৫টি যুবক কেরালার কাসারাগড ও পলক্কর জেলা থেকে মধ্যপ্রাচ্যে গিয়েছিল। তারা সবাই গত এক মাস আগে নিখোঁজ হয়। তাদের পরিবার ধারণা করছে, তারা আইএসে যোগ দিয়েছে। ইন্ডিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন