শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে ন্যাটো ঘাঁটির কাছে অগ্নিকান্ড নাশকতার আশঙ্কা

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে ন্যাটোর একটি ঘাঁটির কাছে মারাত্মক অগ্নিকা- দেখা দিয়েছে। ঘাঁটটি দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত। নাশকতামূলক তৎপরতার কারণে আগুন ধরেছে কিনা তদন্ত করছে কর্তৃপক্ষ। গত রোববার সন্ধ্যায় এ অগ্নিকা-ের সূচনা হয়। ইজমির নগরীর কাছে এ ঘাঁটি অবস্থিত। কোনো কোনো খবরে আগুন নেভানোর দাবি করা হলেও অনেক খবরে এখনো আগুন জ্বলছে বলে উল্লেখ করা হয়েছে। অ্যালাইড ল্যান্ড কমান্ড বা ল্যান্ডকম নামে পরিচিত ঘাঁটিটি হুমকির মুখে পড়েছে বলে এসব খবরে উল্লেখ করা হয়। খবরে আরো বলা হয়েছে, জনবহুল কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুনে বয়োবৃদ্ধ মানুষদের একটি বাড়ি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন