ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে লাগা দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন নির্বাপক কর্তৃপক্ষ। আগুনের কারণে ১৮টি ঘর-বাড়ি পুড়ে গেছে। ঝুঁকির মধ্যে আছে আরো কয়েকশ’ বসতি। বিবিসি জানায়, গত রোববার এ আগুন ২২ হাজার একর স্থান জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সান্তা ক্লারিটা শহরের কাছাকাছি এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যায়। দাবানলের কারণে ওই স্থানের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। এ ছাড়া পুরো এলাকাজুড়ে তীব্র বাতাস বয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি আরো কয়েকদিন ধরে চলতে থাকবে। গত শুক্রবার বিকেলে স্যান্ড ক্যানিয়নে এ আগুনের সূত্রপাত হয়। এরপর বাতাসের কারণে তা লস অ্যাঞ্জেলসের জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ৯০০ দমকল কর্মী। এ ছাড়া নিয়োগ করা হয়েছে হেলিকপ্টার ও আগুন নির্বাপক কাজে নিয়োজিত কিছু বিশেষ বিমান। লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিসের ডেপুটি প্রধান জন ট্রিপ জানান, আগুন বেশ দ্রুত কিছু বসতি গ্রাস করছে এবং আমরা কিছুতেই তা নিয়ন্ত্রণ করতে পারছি না। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন