শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৮

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় ৮ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গত রোববার শহরটির পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। ওদিকে, দেশটির আলেপ্পো শহরে বিমান হামলার শিকার হয়েছে চারটি অস্থায়ী হাসপাতাল ও স্থানীয় ব্লাড ব্যাংক। দ্য ইনডিপেনডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামের চিকিৎসকদের একটি সংগঠন গতকাল রোববার এ তথ্য জানায়। সিরিয়ার চিকিৎসকদের সংগঠন আইডিএ জানায়, বিমান থেকে গোলাবর্ষণে শিশু হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। রাত একটার দিকে হাসপাতালে আঘাত হানার পর শিশুদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। নয় ঘণ্টার ব্যবধানে এটা ছিল দ্বিতীয় হামলা। আইডিএর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় চিকিৎসকেরা শিশুদের রক্ষা করার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন। আইডিএ জানায়, হামলার শিকার এই চারটি হাসপাতালের মধ্যে আল-বায়ান, আল-জাহরা ও আল-দাক্কাক নামের তিনটি শিশু হাসপাতালের সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আলেপ্পোতে সরকারবিরোধীদের দমনে সিরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলার ঘটনার শিকার হচ্ছে হাসপাতালগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, স্বাস্থ্যকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকির জায়গা সিরিয়া। গত বছর দেশটিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের ওপর ১৩৫টি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি কয়েক মাসে আলেপ্পো শহরের পূর্ব দিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় বেশ কয়েকটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এসব হামলায় বেশ কিছু স্বাস্থ্যকর্মীও নিহত হন।
অপর খবরে বলা হয়, সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা আবার শুরু করতে দামেস্ক প্রস্তুত রয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পূর্বশর্ত এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে দামেস্ক প্রস্তুত রয়েছে। সিরিয়ার সংঘর্ষ অবসানে একটি রাজনৈতিক সমাধান বের করতে দেশটির সরকার সব সময় ইচ্ছা প্রকাশ করে আসছে। আগামী মাসে জেনেভায় নতুন করে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু হবে বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা। এরই পরিপ্রেক্ষিতে দামেস্ক নিজের প্রস্তুতির কথা জানান দিল বলে মনে করা হচ্ছে। গত ১৩ এপ্রিল জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত পক্ষগুলো সর্বশেষ আলোচনায় মিলিত হয়েছিল। তবে বিদেশি মদদপুষ্ট সিরিয়ার প্রধান বিরোধী দল আলোচনা ত্যাগ করে এবং সিরিয়া সরকারের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দেয়। এর পরিপ্রক্ষিতে কোনো ফলাফল ছাড়াই সেই আলোচনা শেষ হয়। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন