বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৬ কাশ্মীরির প্রাণহানি দু’সপ্তায়

করোনার মধ্যেই মুক্তিকামী নিধন অব্যাহত রেখেছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ১২:১৪ এএম

করোনা মহামারিতে ভারতজুড়ে আতঙ্ক বিরাজ করছে, এমন পরিস্থিতিতে অধিকৃত কাশ্মীরে গত কয়েক মাস ধরে জঙ্গি দমনের নামে সেনা অভিযান চালিয়ে নীরবে মুক্তিকামী ও বিরোধীদের হত্যা করছে মোদি সরকার। বুধবার সোপিয়ানে ফের সেনাবাহীনির গুলিতে ৪ মুক্তিকামী নিহত হয়েছেন। এই নিয়ে গত ২ সপ্তাহে ২৬ জন বিদ্রোহী কাশ্মীরিকে গুলি করে হত্যা করা হলো। গত রোববার থেকে সোপিয়ান এলাকায় জঙ্গি নিধনের নামে লাগাতার এনকাউন্টার চালানো শুরু করে ভারতীয় সেনা। সেখানে জৈইনপোরা এলাকায় নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ৫ মুক্তিকামী নিহত হয়। এর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সোপিয়ানের পিঞ্জোরা এলাকায় লুকিয়ে থাকা ৪ মুক্তিকামীকে গুলি করে হত্যা করে সেনা। সেই ধারা অব্যাহত থাকল গতকালও। এই নিয়ে গত ৪ দিনে মোট ১১ মুক্তিকামীকে হত্যা করল ভারতীয় সেনা। সোপিয়ান জেলার সুগো হেন্দমা এলাকায় বুধবার সকাল থেকেই এনকাউন্টার শুরু করে সুরক্ষা বাহিনীর। পুলিশের সঙ্গে সেনা যৌথভাবে এই অপারেশন চালায়। কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সুগু এলাকায় চারদিক থেকে ‘জঙ্গি’দের ঘিরে ফেলে অভিযান চালান হয়। ভোররাতেই সূত্র মারফত পুলিশের কাছে খবর যায় সোপিয়ানের একটি আপেল বাগানে লুকিয়ে রয়েছে মুক্তিকামীরা। এর পরেই কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ও সেনার যৌথ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। চার দিক থেকে ঘিরে ফেলা হয় আপেলবাগানটি। তারপের কোনঠাসা মুক্তিকামীদের গুলি করে মারা হয়। সোমবার কাশ্মীর পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ছ’মাসে মোট ৯৩ জন ‘জঙ্গি’কে এনকাউন্টারে হত্যা করা হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, গত ২ সপ্তাহে ‘জঙ্গি’ দমনে কাশ্মীরে মোট ৯টি বড় অভিযান চালান হয়েছে। যাতে নিহত হয়েছে কমপক্ষে ২৬ জন। দ্য ওয়াল, টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nobo Rajjo ১১ জুন, ২০২০, ৬:৪২ এএম says : 0
ন্যায়বিচার বলে কিছুই কি অবশিষ্ট রইলনা এ ধরায়?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন