শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২০, ৮:২২ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নির্দেশনায় মহেশপুর থানা ছাত্রদলের উদ্যোগে থানার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষ রোপন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোঃ হারুন -অর-রশিদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য কাজী জিল্লুর রহমানের তত্ত্বাবধানে থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালেকের নেতৃত্বে বুধবার (১০ জুন) মান্দারবাড়ীয়া ইউনিয়নে বৃক্ষ রোপন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক, মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন জগলুল পাশা। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মমিনুর রহমান, বিএনপি নেতা হায়দার,থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক আব্দুল্লাহ বাবু,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আশ্রাফুল হক খান তপু,ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান শিপন, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফসিয়ার, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান দিপু বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা অ্যাডভোকেট পাভেল, ছাত্রদল নেতা মহররম আলী,তিতুমীর কলেজ ছাত্রনেতা সজীব হাসানুজ্জামান রকি, আল আমিন বাবু, শুভ, রিয়াদ প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন