রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরবর্তী মহামারীর প্রস্তুতির ডাক ৬ ইউরোপীয় দেশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২০, ১২:০২ এএম

করোনা মহামারিতে ইউরোপের দিশাহারা অবস্থার বাস্তবতায় আত্মসমালোচনার পথে হাঁটলেন অঞ্চলটির ছয়টি দেশের নেতারা। ভুলত্রæটি শুধরে ভবিষ্যতে মহামারির জন্য আরও ভালো প্রস্তুতির ডাক দিয়েছেন দেশগুলোর নেতারা। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, বেলজিয়াম ও ডেনমার্ক। ইউরোপ করোনা সংকট আপাতত কিছুটা সামলে নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মহামারি এখনও মারাত্মক ক্ষতি করে চলেছে। পরিস্থিতি সামলাতে এখনও কোনও ওষুধ বা টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। এরইমধ্যে পরবর্তী মহামারির প্রস্তুতির আহŸান জানিয়েছেন ছয় ইউরোপীয় দেশের নেতারা। করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে নিজস্ব প্রস্তুতি যথেষ্ট জোরদার ছিল না। এ কথা কার্যত মেনে নিয়ে তারা ভবিষ্যতে এমন পরিস্থিতি সামলাতে আরও কার্যকর উদ্যোগ নিতে চান। এজন্য তারা ইইউ পর্যায়ে জোরালো প্রস্তুতির ডাক দিয়েছেন। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনকে লেখা এক যৌথ চিঠিতে মহামারি মোকাবিলার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের আরও সক্রিয় ভ‚মিকার দাবি করেছে ছয় দেশ। করোনা মহামারির প্রথম পর্যায়ে ইইউ সদস্য রাষ্ট্রগুলো মরিয়া হয়ে বিচ্ছিন্নভাবে জাতীয় পর্যায়ে একাধিক পদক্ষেপ নিয়েছিল। সীমান্ত বন্ধ করে, চিকিৎসা সরঞ্জাম মজুদ করে এবং বিপুল পরিমাণ সরকারি ব্যয়ের ঘোষণা দিয়ে একাধিক দেশ ইউরোপীয় ইউনিয়নের বিধি লঙ্ঘন করেছিল। সে সময় ব্রাসেলসের ছত্রছায়ায় কোনওরকম পারস্পরিক সমন্বয় ছাড়াই সব দেশ ‘একলা চলো রে’ নীতি অনুসরণ করে। ভবিষ্যতে আবার এমন সংকট দেখা দিলে সেই ‘ত্রæটি’ এড়াতে চান অঞ্চলটির অপেক্ষাকৃত শক্তিশালী দেশগুলোর নেতারা। তাই বর্তমান দুর্বলতা ভালোভাবে বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য জোরালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। বিশেষ করে সংকটকালীন মুহ‚র্তে ইউরোপে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব নিয়ে তারা উদ্বিগ্ন। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পরেও ইইউ দেশগুলোর মধ্যে সংক্রমণ সংক্রান্ত তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা গেছে। ইইউ-র আওতায় এমন গুরুত্বপ‚র্ণ তথ্যের মধ্যে অসঙ্গতি দ‚র করার ওপর জোর দিয়েছেন ছয়টি সদস্য দেশের নেতারা। ডিডবিøউ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন