আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন অনন্য সংগঠক এবং প্রথিতযশা রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ নাসিম তাঁর রাজনৈতিক জীবনে দেশমাতৃকার জন্য যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবেনা। তিনি ছিলেন দেশের একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক। তিনি জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন