শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে ধর্ষিত দলিত কিশোরীর মৃত্যু

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দিল্লিতে উপর্যুপরি ধর্ষণের শিকার হওয়ার পর এসিড পান করতে বাধ্য হওয়া দলিত এক কিশোরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে একমাসের বেশি সময় লাইফ সাপোর্টে ছিল সে। মেয়েটি দুইবার ধর্ষণের শিকার হয়েছিল। তাকে ২০১২ সালে আলোড়ন সৃষ্টিকারী ধর্ষিতা নির্ভয়া’র সঙ্গে তুলনা করা হচ্ছে। ধর্ষকরা এখন তার ছোট ভাই বোনকেও হুমকি দিচ্ছে বলে জানিয়েছে তার মা। এ ঘটনায় ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে দেয়া জবানবন্দিতে ওই কিশোরীর অভিযোগ, তাকে প্রতিদিন বেশ কয়েবার মারধর ও ধর্ষণ করা হয় এবং এসিড মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। ওই সময় তার হাত-পা বেঁধে রাখা হত এবং তাকে খাবার দেয়া হত না বলেও অভিযোগ ওই কিশোরীর। এক সাক্ষাৎকারে ওই কিশোরীর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণকারী ব্যক্তি ছুরি মারার হুমকি দিয়েছিল। এতে সে ভয় পেয়েছিল। এখন ওই ব্যক্তি আমার অন্য মেয়ে ও ছেলেকে হুমকি দিচ্ছে। তার হুমকির ভয়ে আমার ছেলে ১০ দিন ধরে স্কুলে যাচ্ছে না। অভিযুক্ত শিবশঙ্কর নিহত ওই কিশোরীকে প্রথম গত বছর ডিসেম্বরে যৌন নিপীড়ন করে। শিবশঙ্কর ওই কিশোরীর প্রতিবেশী এবং প্রথমবার নির্যাতনের পর তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জামিনে সে মুক্ত হয়। নিহত কিশোরীর পিতা-মাতা একটি হাসপাতালে ঝাড়ুদারের কাজ করে। জামিনে মুক্ত হওয়ার পর শিবশঙ্কর এ বছর মে মাসে ওই কিশোরীকে আবারো অপহরণ করে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন