ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি গাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত দুই সেনা সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার করাচির সাদ্দার এলাকায় এ হামলা হয় বলে দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা পার্কিং প্লাজার কাছে নিউ এমএ জিন্নাহ রোডে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় ওই দুই সেনাসদস্য গুলিবিদ্ধ হন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়। সেনাসদস্যদের দ্রুত জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হলে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামালি বলেন, সেনাসদস্যদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। এ ছাড়া অপরজনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জেনারেল মুশতাক মেহার বলেন, আমরা এ ঘনার সঙ্গে আগের (সংসদ সদস্যের গাড়িতে হামলা) ঘটনার সম্পর্ক খতিয়ে দেখার চেষ্টা করবো। তবে সেনাসদস্যদের ওপর হামলার নির্দিষ্ট কোনো হুমকি ছিল না। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন