শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার এক সরকারি কর্মকর্তা একথা জানান। প্রবল মৌসুমি বর্ষণের কারণে দেশব্যাপী বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দেয় এবং বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। রাজধানীতে একটি স্কুল ভবন আংশিক ধসে পড়ায় দুই শিশুর মৃত্যু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি মুখপাত্র ঝানকা নাথ ঢাকাল বার্তা সংস্থাকে বলেন, সোমবার থেকে নেপালের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের কারণে ৩৩ জনের প্রাণহানি ঘটে এবং এখনো আরো ২৩ জন নিখোঁজ রয়েছে। বন্যা কবলিত বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীরা হেলিকপ্টার ও রাবারের নৌকা ব্যবহার করছেন। ঢাকাল বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি এবং আমাদের কর্মীরা উদ্ধার অভিযানে রাতভর কাজ করছে।’ উল্লেখ্য, নেপাল ও পাশের দেশ ভারতে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রতি বছর শত শত লোক প্রাণ হারিয়ে থাকে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন