শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার নেপালি ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৬:৪৭ পিএম

দিল্লি-কাঠমান্ডু দ্বন্দ্বের মধ্যেই নেপালি ভূমিতে সীমান্ত চৌকি স্থাপন করছে চীন। সীমান্ত নির্ধারণী নদীগুলোর গতি পরিবর্তনের কারণে বেশ কিছু স্থানে বৃদ্ধি পেয়েছে চীনা ভূমির পরিমাণ। চীন এসব স্থানে সেনা বাড়াচ্ছে বলে নেপালের কৃষি বিভাগ সদ্য প্রকাশিত এক নথিতে সতর্ক করেছে। -জি নিউজ, হিন্দুস্তান টাইমস

নথি অনুযায়ী নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ভূমি ইতোমধ্যেই চীনের দখলে চলে গেছে। কারণ হিমালয়ের নদীগুলো নিয়মিতই গতি বদল করছে। নথি অনুযায়ী বেশ কয়েকশ’ হেক্টর জমি এখন চীনের দখলে। নথিটি বলছে , চীন প্রায় নিশ্চিতভাবেই আর্মড পুলিশ দ্বারা এই এ লাকাগুলোয় সীমান্ত চৌকি স্থাপন করছে। ’ চীন নেপাল সীমান্তে ৪৩টি উঁচু পর্বতশৃঙ্ঘ রয়েছে। যা প্রাকৃতিক সীমা হিসেবে কাজ করে। দুই দেশের মধ্যে চেকপোস্টের সংখ্যা মাত্র ৬টি ।

ভারতীয় গণমাধ্যমগুলোর মতে , চীন থেকে হারানো জমির ক্ষতি পোষাতেই কে পি শর্মা ওলির সরকার ভারতীয় ভূখণ্ডকে নিজ মানচিত্রে অর্ন্তভুক্ত করেছে। ফলে নেপালিদের দৃষ্টি সরে গেছে চীন সীমান্ত থেকে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন