শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘পিঁপড়ের মতো পিষে দেন’

রিপাবলিক ওয়ার্ল্ড | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১২:০১ এএম

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর উত্তাল বলিউড। উসকে উঠেছে স্বজনপোষণ বিতর্ক। এই ডামাডোলের মধ্যেই সোনু নিগম বোমা ফাটিয়েছিলেন। জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির মতো মিউজিক ইন্ডাস্ট্রিতেও মাফিয়া রাজ চলে।
টি-সিরিজ ও আর একটি কোম্পানির দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। এবার সোনু নিগমকে সমর্থন করলেন গায়িকা মোনালি ঠাকুরও। তিনি জানিয়েছেন, তিনি নিজেও এর শিকার হয়েছেন।
মোনালির কথা, মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়া রয়েছে। সেখানে কেউ তাদের মুখের উপর কথা বলতে পারে না। ইন্ডাস্ট্রিতে যে পরিবেশে কাজ হয়, তা তার পছন্দ নয়। আর সেই কারণেই বলিউডের ছবিতে গান গাওয়ার চেষ্টা ত্যাগ করেছেন তিনি।

তিনি বলেন, ওই সিস্টেম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন বলেই মানসিকভাবে ভাল আছেন। এই ইন্ডাস্ট্রিতে শিল্পীরা তাদের কাজের জন্য বেতন পান না। ইন্ডাস্ট্রির কিছু লোক শুধু তাদের কাছের মানুষদেরই প্রোমোট করেন। তারা যদি সাধারণ মানের হন, তাও। শিল্পীরা তাদের মর্যাদা পান না। গায়ক-গায়িকাদের মতো অনেক সুরকার, গীতিকারকেও এই সমস্যা সম্মুখীন হতে হয়। মাফিয়ারা তো শিল্পীদের ‘পিঁপড়ের মতো পিষে দেন’।

তিনি একটি উদাহরণ দিয়ে বলেছেন যে, কেউ যদি কোনও কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় তবে তার আয়ের ৮০% বা ৫০% তাদের দিতে হবে। শুধু তাই নয়, ওই শিল্পীদের স্বত্ত¡ও ছিনিয়ে নেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Habib Ullah Musafir ২৪ জুন, ২০২০, ২:৩৮ এএম says : 0
akdom khati kotha bolesen
Total Reply(0)
Emam ২৪ জুন, ২০২০, ২:৩৮ এএম says : 0
ata sokol industry te e ase
Total Reply(0)
Farjana ২৪ জুন, ২০২০, ২:৩৯ এএম says : 0
She is my favorite singer
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন