মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরো নথি প্রকাশ করা হবে : অ্যাসাঞ্জ

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আরো গোপন নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উইকিলিকস প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ। তার দাবি সঠিক হলে উইকিলিকসের কাছে থাকা নির্বাচনী গোপন নথি মার্কিন নির্বাচনে দারুণ প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ডেমোক্র্যাট কমিটির চুরি যাওয়া ২০ হাজার ই-মেইল উইকিলিকস প্রকাশ করায়, সংবাদ মাধ্যম রয়টার্সের পরিচালিত নির্বাচনী জরিপে এগিয়ে যায় রিপাবলিকান শিবির। উইকিলিকস ডেমোক্র্যাট শিবিরের ২০ হাজার ই-মেইল প্রকাশ করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার হ্যাকারদের দোষারোপ করা হয়। কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জ বরাবরের মতোই প্রাপ্ত তথ্যের উৎস জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি উইকিলিকস কখনো তার তথ্য উৎসের পরিচয় প্রকাশ করে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন অ্যাসাঞ্জ। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয়তো এক দিন তথ্যের উৎসরা সামনে এগিয়ে আসবে এবং সেটা হবে খুবই মজার একটা দৃশ্য। কিছু মানুষ হয়তো তাদের দিকে ডিম ছুড়ে মারতে পারে। কিন্তু নির্দিষ্ট কিছু অভিনেতাকে বহিষ্কার করলে আমাদের তথ্যের উৎস কারা সেটা বের করা সহজ হবে। রয়টার্স, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন