ইনকিলাব ডেস্ক : হিলারি...হিলারি, হিলারি দ্য বস...স্লোগানে প্রকম্পিত হচ্ছিলো ফিলাডেলফিয়া। সেখানে চলছিলো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। এই সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে হিলারি বলছেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করবো। মঞ্চে উঠেই তার চিরচেনা হাসি ছড়িয়ে দিয়ে হিলারি ক্লিনটন বললেন, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এরপর একে একে শুরু হয় ধন্যবাদের পালা। মেয়ে চেলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন নাতনী শার্লির কথা। এরপর স্বামী বিল ক্লিনটন, প্রেসিডেন্ট বারাক ওবামা, ফাস্টলেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সকে। আর সবশেষে গোটা আমেরিকানকে। তাদের প্রতি আহ্বান জানান, আসুন আমরা বেড়িয়ে পড়ি আর তাই ঘটতে দেই যা আমরা ঘটাতে চাই। হিলারি ক্লিনটন ঘোষণা দেন, তিনি দেশের সকল মানুষের কণ্ঠস্বরকে হোয়াইট হাউসে বয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, আমি হবো ডেমোক্র্যাট, রিপাবলিকান, ইন্ডিপেন্ডেন্টসহ সারা দেশের সবার প্রেসিডেন্ট। গোটা আমেরিকাকে একত্রিত করেই আমি কাজ করবো। আমেরিকানরা কিভাবে একটি উন্নততর জীবন পাবে সেটাই হবে আমার লক্ষ্য। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইতিহাস তৈরি করে এই ডেমোক্র্যাট বলেন, আজ এই রাত্রিতে আমরা এমন এক মাইলফলকে পৌঁছে গেলাম যেখান থেকে আমেরিকা একটি জাতি হিসাবে আরও যথার্থ হয়ে ওঠার পথে যাত্রা শুরু করলো। আমেরিকার কোনও বড় দল এই প্রথম কোনও একজন নারীকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করেছেন। ইতিহাস সৃষ্টিকারী এই বক্তৃতার পর প্রেসিডেন্ট বারাক ওবামা তার টুইট বার্তায় বলেন, অসাধারণ বক্তৃতা। তিনি পরীক্ষিত, তিনি প্রস্তুত, তিনি শেষ দেখে ছাড়েন। আর সে কারণেই হিলারিকেই হতে হবে আমাদের পরবর্তী প্রেসিডেন্ট। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন