শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত প্রিন্স উইলিয়াম ও হ্যারি

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ রাজ পরিবারের উত্তরসূরী ৩৪ বছর বয়স্ক প্রিন্স উইলিয়ামস চান তার তিন বছর বয়সী পুত্র প্রিন্স জর্জ ও ১৩ মাস বয়সী কন্যা প্রিন্সেস চার্লট স্বাভাবিকভাবেই বেড়ে উঠুক। তিনি চান, তার স্ত্রী ক্যাথরিন ও তার কোলেই তাদের সন্তানরা বড় হয়ে উঠুক, ঠিক যেমনভাবে তার মা প্রিন্সেস ডায়ানা তাকে এবং তার ভাই প্রিন্স হ্যারিকে কোলে-পিঠে করে মানুষ করেছিলেন। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আলোকচিত্রী সামির হোসেনকে জিজ্ঞাসা করা হয়েছিলো- কেন রাজ পরিবারের এই উত্তরসূরীদ্বয় এতো জনপ্রিয়। তিনি বলেছিলেন, সাধারণ মানুষ তাদের নিয়ে অনেক বড় করে ভাবে। যাকে বলে রাজকীয় ভাবনা। কিন্তু উইলিয়াম ও হ্যারি আদতে তা নন। তারা স্বাভাবিক জীবনযাপনই পছন্দ করেন। নতুন প্রজন্মের কাছে তারা এ জন্যই জনপ্রিয়। বলা যায়, তারা তাদের মায়ের মতোই হয়েছে। তাদের মা প্রিন্সেস ডায়ানাও রাজকীয় জীবনযাপনে এক সময় হাপিয়ে উঠেছিলেন। এখন তার দুই সন্তানেরও একই অবস্থা হয়েছে। তারাও এভাবে জীবনযাপন করতে চান না। এই দুই উত্তরাধীকারী সাধারণ মানুষের সঙ্গে অবলীলায় মেশেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সামির বলেন, তারা নতুন ব্রিটিশ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন। বাং শোবিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন